সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বার্ষিক উত্তম কর্মসম্পাদনা পুরস্কার প্রদানে মনোনয়ন প্রদানের জন্য ০২/০৬/২০২৪ ইং তারিখে অফিস সার্কুলার (যার সূত্র নং ডাম/এডমিন/১১৬.১১/২০২৪-১৫৪৯) ইস্যু করা হয়েছিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০/০৬/২০২৪। কিন্ত উক্ত সময়ে কোন মনোনয়ন পাওয়া যায় নাই বিধায় মনোনয়ন জমা প্রদানের সময় আগামী ২০/০৭/২০২৪ইং পর্যন্ত বৃদ্ধি করা হলো।
নীতিমালায় বর্ণিত যোগ্যতা মূল্যায়নের মানদন্ড অনুসারে পুরস্কারযোগ্য প্রতীয়মান হলে বিভাগীয় প্রধান/ প্রতিষ্ঠানের পরিচালক/ উপ-পরিচালক/সহকারী পরিচালক/সমন্বয়কারী ও সম পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ তার আওতাধীন কর্মীকে মনোনয়ন দিতে পারবেন। বিভাগের আওতাধীন নয় এমন কর্মীর ক্ষেত্রে মিশনের সাধারণ সম্পাদক মনোনয়ন প্রদান করবেন, এখানে উল্লেখ্য যে, মিশনের সকল বিভাগীয় প্রধান/প্রতিষ্ঠানের পরিচালক/প্রধানগণও মনোনয়ন করতে পারবেন। তবে সেক্ষেত্রে মনোনয়ন ফরম যথাযথভাবে পূরণ পূর্বক মনোনয়নের জন্য সাধারণ সম্পাদকের বরাবর প্রেরণ করতে হবে।
বিজ্ঞপ্তি, মনোনয়ন ফরম ও নীতিমালা পেতে নিম্নের লিঙ্কে ক্লিক করুনঃ
১। বিজ্ঞপ্তি |
২। যোগ্য কর্মী মনোনয়ন ফরম (ক ক্যাটাগরি: ১-৭ গ্রেডের কর্মীর জন্য) |
৩। যোগ্য কর্মী মনোনয়ন ফরম (খ ক্যাটাগরি: ৮-১৪ গ্রেডের কর্মীর জন্য) |
৪। নীতিমালা |
পূর্বে পুরস্কার প্রাপ্তদের তালিকাঃ
Sl No. | Name | Year |
01 | Dr. Naila Pervin | 2022 |
02 | Mr. Masud Rana | 2022 |
03 | Mr. Tapan Kumar Sharker | 2019 |
04 | Mr. Md. Nasir Uddin | 2019 |
05 | Mr. Shafiqur Rahman | 2018 |
06 | Mr. Mofizur Rahman | 2018 |
07 | Mr. Khairul Islam | 2016 |
08 | Ms. Nilufar Yasmin | 2016 |
09 | Mr. Dipak Kumar Roy | 2015 |
10 | Ms. Momotaz Khatun | 2014 |
11 | Mr. S.M. Rafiqul Islam | 2013 |
12 | Mr. Asaduzzaman | 2011 |
13 | Mr. M.A. Hye | 2010 |
14 | Mr. Iqbal Masud | 2009 |