Founder

Khan Bahadur Ahsanullah (R.)

DAM Best Performance Awarde

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বার্ষিক উত্তম কর্মসম্পাদনা পুরস্কার প্রদানে মনোনয়ন প্রদানের জন্য ০২/০৬/২০২৪ ইং তারিখে অফিস সার্কুলার (যার সূত্র নং ডাম/এডমিন/১১৬.১১/২০২৪-১৫৪৯) ইস্যু করা হয়েছিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০/০৬/২০২৪। কিন্ত উক্ত সময়ে কোন মনোনয়ন পাওয়া যায় নাই বিধায় মনোনয়ন জমা প্রদানের সময় আগামী ২০/০৭/২০২৪ইং পর্যন্ত বৃদ্ধি করা হলো।

নীতিমালায় বর্ণিত যোগ্যতা মূল্যায়নের মানদন্ড অনুসারে পুরস্কারযোগ্য প্রতীয়মান হলে বিভাগীয় প্রধান/ প্রতিষ্ঠানের পরিচালক/ উপ-পরিচালক/সহকারী পরিচালক/সমন্বয়কারী ও সম পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ তার আওতাধীন কর্মীকে মনোনয়ন দিতে পারবেন। বিভাগের আওতাধীন নয় এমন কর্মীর ক্ষেত্রে মিশনের সাধারণ সম্পাদক মনোনয়ন প্রদান করবেন, এখানে উল্লেখ্য যে, মিশনের সকল বিভাগীয় প্রধান/প্রতিষ্ঠানের পরিচালক/প্রধানগণও মনোনয়ন করতে পারবেন। তবে সেক্ষেত্রে মনোনয়ন ফরম যথাযথভাবে পূরণ পূর্বক মনোনয়নের জন্য সাধারণ সম্পাদকের বরাবর প্রেরণ করতে হবে।

বিজ্ঞপ্তি, মনোনয়ন ফরম ও নীতিমালা পেতে নিম্নের লিঙ্কে ক্লিক করুনঃ
১। বিজ্ঞপ্তি
২। যোগ্য কর্মী মনোনয়ন ফরম (ক ক্যাটাগরি: ১-৭ গ্রেডের কর্মীর জন্য)
৩। যোগ্য কর্মী মনোনয়ন ফরম (খ ক্যাটাগরি: ৮-১৪ গ্রেডের কর্মীর জন্য)
৪। নীতিমালা

 
পূর্বে পুরস্কার প্রাপ্তদের তালিকাঃ
 
Sl No. Name Year
 
 
 
01 Dr. Naila Pervin 2022
 
 
 
02 Mr. Masud Rana 2022
 
 
 
03 Mr. Tapan Kumar Sharker 2019
 
 
 
04 Mr. Md. Nasir Uddin 2019
 
 
 
05 Mr. Shafiqur Rahman 2018
 
 
 
06 Mr. Mofizur Rahman 2018
 
 
 
07 Mr. Khairul Islam 2016
 
 
 
08 Ms. Nilufar Yasmin 2016
 
 
 
09 Mr. Dipak Kumar Roy 2015
 
 
 
10 Ms. Momotaz Khatun 2014
 
 
 
11 Mr. S.M. Rafiqul Islam 2013
 
 
 
12 Mr. Asaduzzaman 2011
 
 
 
13 Mr. M.A. Hye 2010
 
 
 
14 Mr. Iqbal Masud 2009