E2SD-র উদ্যোগে ঢাকার ২০টি স্কুল এর নির্বাচিত শিক্ষকদের নিয়ে ধানমন্ডি ৭-এ অবস্থিত ‘বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া)’-র অডিটোরিয়ামে “শিক্ষক প্রশিক্ষণের মধ্যবর্তী মূল্যায়ন” শীর্ষক ওয়ার্কশপ এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের বিভিন্ন সেশন পরিচালনায় ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রক বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক ড: বেনজির আহমেদ, ঢাকা আহছানিয়া মিশনের সাবেক নির্বাহী পরিচালক ড: এম এহছানুর রহমান, দুইবারের এভারেস্ট জয়ী পর্বতারোহী এম এ মুহিত এবং E2SD-র প্রোগ্রাম কোঅর্ডিনেটর চিন্ময় মুৎসুদ্দী। অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডঃ মিজানুর রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন E2SD-র প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আলী রেজা। তাকে সহযোগিতা করেন E2SD-র প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর যুবরাজ। সার্বিক সহযোগিতায় ছিলেন E2SD-র কর্মকর্তা সাবিহা রিতু এবং মোরসালিন হোসেন।