ঢাকা আহ্ছানিয়া মিশনের এডুকেশন সেক্টরের উদ্যোগে ২২ থেকে ২৫ জুন ২০২৩ এ ৫১০ জন পথ ও কর্মজীবি শিশুর মাঝে ইদ উপহার হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ ২০২৩ নামে এই স্বল্পমেয়াদী প্রকল্পটি হিউম্যান অ্যাপিল ইউকে এবং ডাম ইউকে এর আর্থিক সহযোগিতায় এডুকেশন সেক্টর বাস্তবায়ন করছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো শিশুর পরিবার প্রতি ৭ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ প্যাকেট সেমাই, ১ প্যাকেট গুড়া দুধ, ১ প্যাকেট নুডুলস। ঢাকার মোহাম্মদপুরে এডুকেশন সেক্টর পরিচালিত ড্রপ ইন সেন্টার, রংধনু ইউসিএলসি, কমলাপুরে অধিকার প্রকল্প, যাত্রাবাড়ি ড্রপ ইন সেন্টার ও মিরপুরে সুবিধাবঞ্চিত এই শিশু ও তাদের পরিবারের মাঝে এই প্যাকেজ বিতরণ করা হয়। এছাড়া ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত কানন এর পরিবারহীন শিশুদের জন্য ১০ টি প্যাকেজ হস্তান্তর করা হয়েছে।
মোহাম্মদপুর ও কমলাপুরে কাউন্সিলর অফিসে স্থানীয় কাউন্সিলর এর উপস্থিতিতে বিতরণ করা হয়। এই সময় সংস্থার বিভিন্ন পর্যায়ের কমীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদ-উল-আজহার প্রাক্কালে সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবার এই উপহার পেয়ে উপকৃত হয়েছে যা তাদের জন্য খুশির উপলক্ষ্য এনে দিয়েছে।