
আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল (এএমসিজিএইচ), মিরপুর-এর সায়েন্টিফিক কনফারেন্স ২০২৩ ও ডক্টর’স ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ভিন্ন ভিন্ন আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) রাজধানীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভায় আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের পরিচালক কাজী ফরহাদ আলভীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি প্রফেসর ড. কাজী শরিফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক মো. সাজেদুল কাইয়ুম দুলাল।
দিনব্যাপী এই কনফারেন্সে ডা. ইসলাম চৌধুরী, ডা. সুব্রত মিন্ত্রী ও ডা. সেলিনা পারভীনের ৩টি আলাদা প্রেজিন্টেশনসহ ‘মিরপুর এএমসিজিএইচ আপডেটস’ নামক একটি শুভেচ্ছা স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন,আলোচনা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও অনুষ্ঠানে ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ডা. নাহিদ সুলতানা ও ডা. শারমীন হোসেনসহ ডক্টর’স ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।