Founder

Khan Bahadur Ahsanullah (R.)

গত ২৮ অক্টোবর ২০২৪ তারিখ, আশ্বাস: মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য প্রকল্পের আওতায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে ‘জেলা পর্যায়ে সার্ভিস ডিরেক্টরি বিষয়ে সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সাথে একটি সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মানোয়ার হোসেন মোল্লা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মানিকগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব সানজিদা জেসমীন উপ-পরিচালক (উপ-সচিব), স্থানীয় সরকার শাখা, মানিকগঞ্জ, জনাব মো: বশির আহমেদ, পুলিশ সুপার, মানিকগঞ্জ। উল্লেখ্য, প্রকল্পটি সুইজারল্যান্ড অ্যাম্বাসী বাংলাদেশ এর অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশের ৩টি জেলায় (ঝিনাইদাহ, ঢাকা পূর্ব ও মানিকগঞ্জ) বাস্তবায়ন করছে। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের অধিকার ও সুশাসন সেক্টরের টিম লিডার জনাব শেখ মহব্বত হোসেন