ঢাকা আহ্ছানিয়া মিশনে আর্লি চাইল্ডহুড এডুকেটর বিষয়ক কোর্স শুরু

ঢাকা আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠিত বাংলাদেশ ইন্সটিটিউট অফ লাইলং লার্নিং এবং উই লার্নলিমিটিডের যৌথ উদ্যেগে গত ২১ জুন ২০১৯ থেকে আট সপ্তাহের আর্লি চাইল্ডহুড এডুকেটর কোর্স উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ লাইফলং লার্নিং এর পরিচালক অধ্যাপক অশোক ভট্টাচার্য্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা-এর উপাচার্য্য অধ্যাপক প্রফুল্ল চন্দ্র সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত বাংলাদেশের জয়েন্ট এডিটর জনাব কাজী আলি রেজা। অনুষ্ঠানে কোর্স কো-অর্ডিনেটর জনাব সুলতানা কানিজ ফাতেমা এবং জনাব ফারজানা সেলিনা উপস্থিত ছিলেন। ১৭ জন প্রশিক্ষনার্থী এই কোর্সে অংশগ্রহণ করছেন।

জীবনব্যাপী শিক্ষার নানান সুযোগ সৃষ্টির লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন সম্প্রতি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অফ লাইফলংলার্নিং (বাংলাদেশ জীবনব্যাপী শিক্ষা ইন্সটিটিউট)। সম্প্রতি ঘোষিত এসডিজি (ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ এড়ধষ) তে জীবনব্যাপী শিক্ষা সম্প্রসারণের প্রেক্ষিতে ঢাকা আহ্ছানিয়া মিশন এই উদ্যোগ গ্রহণ করে। বাংলাদেশ ইন্সটিটিউট অফ লাইফলং লার্নিং-এর উদ্যোগে চাহিদাভিত্তিক বিভিনড়ব ধরণের স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদি জীবনব্যাপী শিক্ষাকোর্স আয়োজন করা হবে। আর্লি চাইল্ডহুড এডুকেটর কোর্স এই উদ্যোগের প্রম কোর্স। এই কর্মসূচি জমান্বয়ে বৃদ্ধি করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জনাব কাজী আলি রেজা বলেন, শিশুর যতড়ব ও উনড়বয়নে সারা পৃথিবী জুড়েই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। উনড়বত সব দেশেই এ বিষয়ে শিক্ষকদের জন্য বিশেষায়িত শিক্ষার ব্যবস্থা রয়েছে। তিনি বলেন বর্তমানে বাংলাদেশেও শিশুর যতড়ব ও উনড়বয়নে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। কিন্তু এ বিষয়ে যোগ্য ও দক্ষ এডুকেটরের অভাব রয়েছে। কারণ এ ব্যাপরে প্রশিক্ষণের পর্যাপ্ত ব্যাবস্থা নেই। ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ ইন্সটিটিউট অফ লাইফলং লার্নিং জীবনব্যাপী শিক্ষার যে সুযোগ সৃষ্টি করেছে তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি প্রত্যাশা করেন যে, এই কোর্সে অংশগ্রহণকারীরা শিশুর যতড়ব ও উনড়বয়নে বিশেষ যোগ্যতা ও দক্ষতা অর্জন করবেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক প্রফুল্ল চন্দ্র সরকার বলেন. আর্লি চাইল্ডহুড এডুকেশন একটি অতি গ্ররুত্বপূর্ণ বিষয় বিধায় এটি পরিচালনার জন্য অত্যান্ত যোগ্য ও দক্ষ শিক্ষক প্রয়োজন। বাংলাদেশ ইন্সটিটিউট অফ লাইফলং লার্নিং এবং উই লার্ন লিমিেিটড আর্লি চাইল্ডহুড এডুকেটর কোর্স আয়োজন করে একটি বিরাট সুযোগ সৃষ্টি করেছে। শিশুর যতড়ব ও উনড়বয়ন বিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা উল্লেখ করে অধ্যাপক সরকার বলেন, প্রতিটি শিশুকে যোগ্য করে তুলতে সংশ্লিষ্ট শিক্ষককে অত্যান্ত দক্ষ হতে হয়, এজন্য যথাযথ প্রশিক্ষণ প্রয়োজন। এই কোর্সটি সেই প্রয়োজন পূরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক অশোক ভট্টাচার্য্য কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ ইন্সটিটিউট অফ লাইফলং লার্নিং মানসম্পনড়ব জীবনব্যাপী শিক্ষার জন্য নানান ধরনের কোর্স আয়োজনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এই ইন্সটিটিউটের প্রম কোর্স। ভবিষ্যতে আরও অনেক কোর্স আয়োজন করা হবে। তিনি প্রশিক্ষনার্থীসহ অতিথিদের সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানান।